আপনার মতামত শেয়ার করুন

সচরাচর জিজ্ঞাসা কক্সবাজার বীচ ক্লাব প্রসঙ্গে

1) শেয়ারড মালিকানা কী ?

একটি রিয়েল এস্টেট প্রকল্পের নির্দিষ্ট সময়ের আংশিক মালিকানা হলো টাইম শেয়ারড মালিকানা।

2) হালাল মুনাফা কী ?

যেকোনো ধরণের মাদক পানীয়, নাচানাচি, জোরালো গানবাজনাসহ যেসকল শরিয়াহ বিরুদ্ধ কর্মকান্ড রয়েছে তা কক্সবাজার বীচ ক্লাবে নিষিদ্ধ। এই কারণে এই প্রকল্প হতে অর্জিত মুনাফা সম্পূর্ণরূপে হালাল এবং শারিয়াহ ভিত্তিক।

3) স্লট কী ?

হোটেলের যেই অংশের মালিকানা বিক্রয় হবে সেই অংশকে বলা হয় স্লট। স্লটের মালিক তাঁর স্লট হতে বাৎসরিক মুনাফা নিতে পারবেন অথবা বছরে ৭ দিন ৭ রাত বিনামূল্যে থাকতে পারবেন।

4) এই মালিকানার স্বত্ব কি আজীবন?

হ্যাঁ, এই মালিকানার স্বত্ব আজীবন। পরবর্তীতে স্লট মালিক চাইলে নিজের অংশ পুনরায় বিক্রয় অথবা হস্তান্তর করতে পারবেন।

5) আমি কি হোটেলের সকল সুবিধাদি ভোগ করতে পারবো?

হ্যাঁ, হোটেলে থাকাকালীন সময়ে প্রস্তাবিত সকল সুবিধাসমূহ ভোগ করতে পারবেন।

6) বছরে একবারের বেশি হোটেলে থাকতে পারবো?

না, আপনি বছরে শুধু একবারই ৭ দিন, ৭ রাত বিনামূল্যে থাকতে পারবেন এবং সেই বছর আপনি কোনো বাৎসরিক মুনাফা পাবেন না।

7) আমি কি হোটেলে থেকে মুনাফা অর্জন করতে পারবো?

না, ৭ দিন, ৭ রাত আপনি বিনামূল্যে থাকতে পারবেন ও হোটেলের সব সুযোগসুবিধা ভোগ করতে পারবেন এবং সেই বছর কোনো বাৎসরিক মুনাফা পাবেন না। যে বছর আপনি এই কদিনের জন্য হোটেলে থাকবেন না সে বছর আপনি বাৎসরিক মুনাফা নিতে পারবেন।